1. admin@dipkanthonews24.com : admin :
আওয়মীলীগ সরকারের আমলেই শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

আওয়মীলীগ সরকারের আমলেই শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে- এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫১০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়, শিক্ষকগণ সন্মানিত হয় বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রাথমিক শিক্ষা জাতীয়করণে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এমপি শাওন আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা বান্ধব ছিলেন। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনাও শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী। পাকিস্তানিরা যখন বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে বাঙালিকে মেধাশূন্য করতে চেয়েছিলো, দেশ স্বাধীনের পর দেশে মেধাশক্তি তৈরিতে শিক্ষাখাতে গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। তাঁর অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশে শিক্ষার ব্যবস্থার উন্নয়নে একের পর এক যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছেন। পরে ২০২০/২০২২ সাল অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে বিদায় সংবর্ধনা ও ২০২০/২০২৩ সালে নতুন যোগদানকৃত শিক্ষকের ফুল দিয়ে বরণ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শওকত আলী হেলাল’র সভাপতিত্বে ও সহ-সভাপতি একেএম মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, রেহানা আক্তারসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!