ভোলা বোরহানউদ্দিন উপজেলার বাটামার কুড়ালিয়া মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের (বিকেএম) ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিব মাহাবুব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন প্রধান শিক্ষক বশির আহমেদ, সহ:প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ম্যানেজিং কমিটির সদস্য বশিরউল্ল্যাহ সরদার, মঞ্জুর মোর্শেদ, আবুল চকিদারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীগন। আবেগঘন অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও করনীয় নিয়ে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। বিদায়ী শিক্ষার্থীগন আবেগের বশে প্রিয় সহপাঠী ও শিক্ষকদের স্মৃতিচারন করে কেদেঁ দেন ও সকলের নিকট দোয়া কামনা করেন।
উল্লেখ্য আগামী ৩০ এপ্রিল এস.এস.সি. পরীক্ষা আরম্ভ হবে তাই আজই বিদায়ী শিক্ষার্থীদের শেষ বিদ্যালয় আগমন ছিল।