“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে ভোলার লালমোহন উপজেলার ১৮০ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার।
জানা যায়, লালমোহন উপজেলার ০৩টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় এসব ঘর তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঘরগুলোর নির্মাণ কাজে সর্বদা তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমসহ অনান্যরা।
মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ ২২মার্চ (বুধবার) আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল জানান, এ পর্যায়ে উপজেলার ফরাজগঞ্জ ৯৭ জন, কালমা ২৪ জন, পশ্চিম চর উমেদ ৪১ জন ও পৌরসভা ১৮ জন গৃহহীন ও ভূমিহীনের মাঝে মুজিববর্ষের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।