ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মো. মতিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল গনি পাটওয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য নূরমোহাম্মদ, বাংলা বাজারের ব্যবসায়ী মো. ফরিদ উদ্দিন, মাদ্রাসার সহসুপার মাওলানা মো. সালেহ উদ্দিন, শিক্ষক মো. জাহিদুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা সঞ্চলনা করেন শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা সাইদুর রহমান।
এ সময় অনান্যও মধ্যে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আবুল হাসেম পাটওয়ারী, শিক্ষক মাহাবুবুর রহমান, আল এমরান, আবু তাহের, ফরিদা ইয়াসমিন শিমু, মো. রিয়াদ উদ্দিনসহ মাদ্রাসার কর্মরত সকল শিক্ষক, অবিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, এ বছর অত্র মাদ্রাসা থেকে মোট ৬০ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করবে।