ভোলার তজুমদ্দিন উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আবাসনের ঘর ও জমির দলিল পেলো ১৬৩টি পরিবার। বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে তজুমদ্দিন উপজেলায় ১৬৩টি ভুমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল, গৃহসনদ ও নামজারী খতিয়ান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় উস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম, লালমোহন উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুল, সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর।