তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, উপ: সহকারী কৃষি কর্মকর্তা ও ১২০ জন কৃষাণীকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীন জন উন্নয়ন সংস্থার আয়োজনে দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থত ছিলেন, আন্তজার্তিক ভুট্ট ও গম উন্নয়ন কেন্দ্র কর্মকর্তা সালেহ মো: শাহরিয়ার, গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান ও কৃষিবিদ মাসুদ রানা।