1. admin@dipkanthonews24.com : admin :
ভোলার কুঞ্জেরহাট সড়কে উচ্ছেদ অভিযান - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

ভোলার কুঞ্জেরহাট সড়কে উচ্ছেদ অভিযান

এম এ অন্তর হাওলাদার
  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৬ বার পঠিত

এম এ অন্তর হাওলাদার

ভোলা টু চরফ্যাশন প্রধান সড়কের বোরহানউদ্দিন উপজেলার  কুঞ্জেরহাট বাজারে  সড়কের যায়গার উপর গড়ে ওঠা অধ্য শতাধিক  দোকান উচ্ছেদ করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

সোমবার (২১ মার্চ) রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বোরহানউদ্দিন  থানার   অফিসার ইনচার্জ  মোঃ মনির হোসেন মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় কুঞ্জেরহাট বাজারে  প্রধান সড়কের দু’পাশে গড়ে ওঠা দোকান গুলো উচ্ছেদ করা হয়।

প্রধান সড়কের যায়গায় উপর এসব দোকান পরবর্তীতে না বসানোর জন্য বাজার পরিচালনা কমিটিকেও নির্দেশনা দেওয়া হয়েছে। কুঞ্জেরহাট বাজার দিয়ে ভোলা টু চরফ্যাশন প্রধানসড়কে নিয়মিত যাতায়াতকারী যাত্রী, পথচারী ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিলো কুঞ্জেরহাট বাজারে যানজট নিয়ে।

এই বিষয়ে অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল করিম রাজিব বলেন,“ভোলা টু চরফ্যাশন প্রধানসড়কে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকায় রাস্তায় ও ফুটপাতের উপর গড়ে ওঠা দোকানপাট ও ফল বিক্রির ভাসমান দোকানের কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। তাছাড়া রাস্তার উপর আটো-রিক্সা সহ বিভিন্ন গাড়ী পার্কিং করায় স্বাভাবিক যান চলাচল ব্যহত ও রোগী নিয়ে যাতায়াত করতে অসুবিধা হয়। জনগণের ভোগান্তি নিরসনে এইসব দোকান উচ্ছেদ করে রাস্তার নির্ধারিত জায়গা ফুটপাত পরিস্কার করা হয়েছে। রাস্তার উপর পাকিং করা গাড়ি গুলো উচ্ছেদকৃত স্থানে পার্ক করবে। পর্যায়ক্রমে ভোলা টু চরফ্যাশন মহাসড়কে বোরহানউদ্দিনে যানজট লেগে থাকা বিভিন্ন এলাকায় এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি”।

বোরহানউদ্দিন থানা পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে পথচারী ও সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন