1. admin@dipkanthonews24.com : admin :
শেখ হাসিনা ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য উন্নয়ন হয়-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন

শেখ হাসিনা ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য উন্নয়ন হয়-এমপি শাওন

মাহমুদ লিটন
  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৭৯০ বার পঠিত

মাহমুদ লিটন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয়। এদেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার। রাস্তাঘাট, ব্রীজ, স্কুল-কলেজ, মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ করেছেন। বুধবার বিকেলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষে লালমোহন পৌরসভা মহিলা লীগের আয়োজনে পৌরসভার ২নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। লালমোহন পৌরসভা মহিলা লীগের সভাপতি সালমা জাহান বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভীন আক্তারের উপস্থাপনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহ্ববায়ক আনম শাহ জামাল দুলাল, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মিলন হাওলাদার, পৌর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক বানী মজুমদার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন