ভোলার লালমোহনে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে লালমোহন থানা পুলিশ তাদের আটক করে পরে আদালতে সোপর্দ করেছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মারামারিসহ বিভিন্ন মামলায় গ্রেফতারের ওয়ারেন্ট রয়েছে। এরা হলো কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সৈয়দ শেহের আলী, রুহুল আমিন, জয়নাল শেহের আলী, চরছকিনা গ্রামের আনিচল হক, চরলক্ষ্মী গ্রামের মোক্তার হোসেন, বাবুল সর্দার, ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. মোস্তফা ও মো. ফখরুল।