ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল মোল্লা (৩৩) নামে এক যুবকের মৃৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তাকে দাফন করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির বসত ঘরে টিভির সাথে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুস মোল্লার পুত্র সে চরফ্যাশন বাজারের একজন মৎস্য ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন বাজার থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষে টিভির সাথে ডিস লাইনের ফ্লাগের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, খবর শুনেছি। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি