1. admin@dipkanthonews24.com : admin :
পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:৩৩ অপরাহ্ন

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আবদুল আলীম খান (আকাশ),পটুয়াখালী 
  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৬ বার পঠিত

আবদুল আলীম খান (আকাশ),পটুয়াখালী 

পটুয়াখালী র‌্যাব-৮, সিপিসি-১ ক্যাম্পের অভিযানে ৫ কেজি ৩০০ গ্ৰাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে।
২৬ তারিখ রবিবার রাত ১০:৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী ৯নং ওয়ার্ডের রুস্তম মৃধা নামক কালভার্ট এর দক্ষিণ পশ্চিম পাশের মৃধাবাড়ী সড়ক এর মোঃ শহীদুল ইসলাম এর টিনসেড বাড়ির ভারাটিয়ার বাসা থেকে ৫ কেজি ৩০০গ্ৰাম গাঁজা, ১টি মোবাইল ফোন, ০২ টি সীম,গাঁজা বিক্রির নগদ-১৮৮০০টাকাসহ গ্রেপ্তার করে। গাঁজার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১,৩২,৫০০ (এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকা।
 জানা গেছে পটুয়াখালী গলাচিপার ছোট শিবা গ্ৰামের ৫নং ওয়ার্ডের মৃত সেকান্দর সিকদার এর পুএ মোঃ সেলিম সিকদার (৫০) ও তার স্ত্রী একই গ্ৰামের মোসাঃ হোসনেয়ারা বেগম (৪০)
পটুয়াখালী র‌্যাব-৮ এর  অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, এরা দীর্ঘদিন এ ব্যবসার সাথে জড়িত, প্রকৃতপক্ষে সেলিম  কৃষক ও স্ত্রী হচ্ছে গৃহিণী।পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় গাঁজার ব্যবসা করে আসছে তিনি আরো বলেন উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন