1. admin@dipkanthonews24.com : admin :
চরফ্যাশনে বাজার মনিটরিং মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীকে জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন

চরফ্যাশনে বাজার মনিটরিং মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীকে জরিমানা

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১২৮ বার পঠিত

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন

চরফ্যাশন উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। রমজানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের অভিযানে কিছু ব্যবসায়ীকে জরিমানাও করা হয়। বুধবার (২৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চর আইচা, শশীভূষণ এবং দুলারহাট এলাকায় বাজার মনিটরিং পরিচালনা করা হয়। ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এর নেতৃত্বে শশীভূষণ থানার এএসআই মনিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূল্য তালিকা না থাকায় চর আইচা, দুলারহাট এবং শশীভূষণ বাজারে আবদুল খলিল ও বাসেদ বেপারীসহ বেশ কিছু ব্যবসায়ীকে ১হাজার টাকা করে জরিমানা করে, তা নগদ আদায় করা হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্য বিধি মেনে ক্রয়-বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন