তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফল রাতের আধাঁরে সিঁদ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে ঘুমান্ত অবস্থায় নানী মোসাঃ রওশন আরা(৬০) ও নাতনী মোসাঃ হাবিবা বেগম(১৩)কে ধারালো দা দিয়ে মাথা ও শরীরর বিভিন্ন অংশ কুপিয় জখম করেছে দুর্বত্তরা। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে কনকদিয়া ইউনিয়নের বউতলী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই ঘরে নানী ও নাতি দুজনই বসবাস করতো। হামলার সময় তাদের ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন এগিয় আসার আগেই দুর্বত্তরা পালিয় যায়। আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে তার কারণ জানা যায়নি।এ ঘটনায় সিয়াম হাসন(১৭) নামর এক কিশারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার বাবার নাম আল মামুন।
বাউফল থানার অফিসার ইন চার্জ(ওসি) মোঃ আরিচুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ##