১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীতে অভয়াশ্রম সংরক্ষণ ২০২৩ উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার সকালে মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে প্রায় ৪০ মন বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ জানান, নিষিদ্ধ সময়ে নদীর মাছ বিক্রি করার কারনে বিভিন্ন বাজার থেকে ৬ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. রিয়াদ, মো. মোকছেদ, সিরাজুল হক, রাজিব, লোকমান ও ফোরকান। আটক করার পর মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ গ ধারা অনুযায়ী প্রত্যেক জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিলি করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অনান্যরা উপস্থিত ছিলেন।