সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাউথ এশিয়া গোল্ডেন পীস অ্যাওয়ার্ড পেলেন ভোলার লালমোহনের সন্তান মো. আবুল খায়ের সবুজ। মঙ্গলবার সন্ধ্যায় সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল ও অগ্রগামী মিডিয়া ভিশনের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টসে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি এস.এম. মজিবুর রহমান।
সমাজ উন্নয়ন, মানবিক কর্মকা-সহ ৮টি ক্যাটাগরিতে মোট ৪০ জনকে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। যার মধ্যে সামাজিক ও মানবিক কাজের জন্য আবুল খায়ের সবুজ এ অ্যাওয়ার্ডে ভূষিত হন।
জানা যায়, ভোলার লালমোহনে তানহা হেলথ্ ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলাব্যাপী ও বিভিন্ন অঞ্চলে অসহায়-সুবিধা বঞ্চিত মানুষ পথশিশুসহ নানা সামাজিক ও মানবিক কর্মকা- পরিচালনা করছেন আবুল খায়ের সবুজ। যা এলাকার বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসীত।