1. admin@dipkanthonews24.com : admin :
শশীভূষণে পুলিশ ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:৫২ অপরাহ্ন

শশীভূষণে পুলিশ ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন 
  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৬৮ বার পঠিত

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন 

অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বাড়ানো ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য শশীভূষণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চরফ্যাশন স্টেশনের সমন্বয়ে অগ্নিনির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ঘন্টা ব্যাপি শশীভূষণ থানা কম্পাউন্ডে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ার শুরুতে শশীভূষণ থানা কম্পাউন্ডে কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানিবাহী গাড়ির সাহায্যে কীভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পরা লোকজনদের স্ট্রেচার ও রশির সাহায্যে উদ্ধারসহ কীভাবে জীবন বাঁচানো যায় ও আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয় তা প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শশীভূষণে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের অফিসার ও কর্মীরা ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন