ভোলার লালমোহনে পানিতে ডুবে ফারিহা নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড করিমগঞ্জ এলাকার লোকমান মিয়ার বাড়ীর আরিফের মেয়ে। বুধবার সকাল ১১টায় রবিবার তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ১১টার দিকে শিশু ফারিহাকে অনেক খোজাখুঁজি করে বাড়ীর দক্ষিন পাশে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।