বরগুনা জেলা পরিষদের উদ্যোগে ১২শ’ দুস্থ্য, অসহায় এবং প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ খাদ্য সহায়তা বিতরণ করেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী জালাল উদ্দীন, সহকারি প্রকৌশলী জিয়াউল হক প্রমূখ।
সহায়তা পাওয়া একাধিক ব্যক্তি জানান, সামনে ঈদ, ঘরে ঈদ করার সামগ্রী ছিলনা৷ জেলা পরিষদের উদ্যোগে আজ তারা ১০কেজি চাল, ১কেজি করে ডাল, তেল, চিনি এবং ২ প্যাকেট করে সেমাই পেয়েছেন। এখন তারা আনন্দে ঈদ উদযাপন করতে পারবে।
বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলা পরিষদের উদ্যাোগে জেলার ১২’শ দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি আমরা। যারা নিতান্তই ছিন্নমূল, দুস্থ্য তাদের বাছাই করার চেষ্টা করেছি আমরা। আমাদের এ আয়োজন ভবিষ্যতেও অব্যহত থাকবে।