শাহাবুদ্দিন হাওলাদার ,চরফ্যাশন
ভোলার শশীভূষণ থানার উত্তর চর মঙ্গল গ্রামের কবির হাওলাদার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সামিম (২২) নামে এক যুবককে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটকযুবক ওই গ্রামের মো.কবির হোসেন হাওলাদার এর ছেলে।
পুলিশ জানায় শশীভূষণ থানায় এর আগে সাড়ে ছয় কেজি গাঁজাসহ মিনারা বেগম (৪৮) ও পুত্রবধূ তামান্না বেগম (২২) নামে দুই নারীকে আটকের পর একই মামলার প্রধান আসামি দুলাল হোসেন (দুলু)(৩০)কে পাঁচশত ত্রিশ গ্রাম গাঁজা সহ আটক করে জেল হাজতে পাঠিয়েছে শশীভূষণ থানা পুলিশ ।
এসময় দুলাল হোসেন দুলু বিজ্ঞ আদালতে সামিম হোসেন নামে এই যুবকের মাধ্যমে বিপুল পরিমাণ গাঁজা সরবরাহ করেছে বলে জানান।
তারই সুত্র ধরে শশীভূষণ থানা পুলিশ সামিমকে নজরে রাখে গত ২০ এপ্রিল বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার শশীভূষণ থানার উত্তর চরমঙ্গল গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের সামিমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করে জেল হাজতে পাঠান।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই সমেস আলীর নেতৃত্বে শশীভূষণ থানার একটি চৌকস টিমসহ অভিযান পরিচালনা করে সেই সাড়ে ছয় কেজি গাঁজা সরবরাহকারি সামিম কে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে রসুলপুর ৪ নম্বর ওয়ার্ড থেকে ছয় জুয়াড়িকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে শশীভূষণ থানা পুলিশ