ভোলার চরফ্যাশন উপজেলায় ছেঁড়া বিদ্যুৎ তার স্পৃষ্ট হয়ে কেড়ে নিলো আড়াই বছরের শিশু ওমরের প্রান।
রোববার রাত সাড়ে নয়টায় উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শিশুর নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওমর ওই গ্রামের মো. সবুজের ছেলে। ঈদের আনন্দের পরিবর্তে অবুঝ শিশু ওমররের মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের মাতম চলছে।
নিহত শিশুর স্বজনরা জানান, টিনের ঘরে বসবাস করতেন ওমরের পরিবার। বসত ঘরে টিনের বেড়ার সাথেই বিদ্যুতের ওয়ারিং তার এবং সুইচ বোর্ড দেয়া ছিল। ওয়ারিংয়ের ছেঁড়া ফাঁটা তারে ঘরের বেড়ার টিন বিদ্যুৎতায়িত হয়ে যায়। এরপর শিশু ওমর বসত ঘরের বেড়া ধরে হাটার সময় ওই ছেঁড়া ফাঁটা তারে বিদ্যুৎতায়িত টিনের বেড়া ধরে ঘটনাস্থলে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।
দুলারহাট থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছেই হস্তান্তর করা হয়েছে।