কলাপাড়ায় দুই কেজি গাঁজাসহ কবির হোসেন ও আল আমিন হোসেন নামের দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকা থেকে এদের আটক করা হয়।
গাঁজা ব্যবসায়ী কবির হোসেনের বাড়ি গলাচিপা উপজেলায় ও আল আমিন হোসেনের বাড়ি টিয়াখালী ইউনিয়নে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম জানান, গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারি বিক্রয়ের জন্য বিপুল পরিমাণ গাঁজা নিয়ে বাদুরতলী এলাকায় অবস্থান করছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার দিয়ে বলেন, মাদক কারবারি যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। এধরনের অভিযান অব্যাহত আছে।