1. admin@dipkanthonews24.com : admin :
ঝালকাঠিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩০ বার পঠিত

ঝালকাঠিতে ঈদের ছুটিতে নানা বাাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নবগ্রামের বাউকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- নবগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের দুই মেয়ে সোনালী (৮) ও রূপালী (৬)। তাদের নানার নাম শাজাহান মিয়া।

স্বজনরা জানান, দুপুরে দুই বোন গোসল করতে নেমে পাশের খালে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় স্থানীয়রা দুই শিশুর লাশ খালে ভাসতে দেখে পরিবারের কাছে খবর দেয়। স্বজনরা গিয়ে খাল থেকে তাদের লাশ উদ্ধার করে।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ বলেন, দুই বোন পানিতে ডুবে গেলে তাদের অনেক খোঁজাখুঁজি করার পরে বিকেলে লাশ উদ্ধার করা হয়। দুই বোন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো। তাদের লাশ বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন হাওলাদার বলেন, শিশু দুটি পানিতে ডুবেই মারা গেছে। এখানে পরিবারের কোনো অভিযোগ নেই, তাই লাশ সুরতহাল রিপোর্ট শেষে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন