1. admin@dipkanthonews24.com : admin :
বাউফলে বরফকলে বিস্ফোরণে নিহত ১, আহত ৪ - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় দরিদ্র কৃষকদের লবন সহিষ্ণু ফসলেন বীজ, সার ও কীটনাশক বিতরণ বাউফলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা পাথরঘাটায় মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত তজুমদ্দিনে নৌবাহিনীর দুই ভুয়া সদস্য আটক লালমোহনে মা সমাবেশ অনুষ্ঠিত আলোচিত তারেক বাবু হত্যা । আমরা নির্দোষ, আমাদেরকে ফাঁসানো হয়েছে তজুমদ্দিনে উন্নয়ন সংস্থা কারিতাসের অর্থায়নে জেলেদের মাঝে প্লুট বিতরণ মনপুরায় সামাজিক আচরন পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা ভোলা-৩ আসনে নৌকার প্রার্থী শাওনসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা বাউফলে শিশু শিক্ষার্থীকে হত্যার অভিযোগ । সহপাঠী শিক্ষার্থী গ্রেফতার

বাউফলে বরফকলে বিস্ফোরণে নিহত ১, আহত ৪

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩৭ বার পঠিত

পটুয়াখালীর বাউফলে বরফকলে বিস্ফোরণে মো. রাসেল খান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার খান বরফকলে এ ঘটনা ঘটে।

এ সময় গ্যাসের প্রচণ্ড তাপে বরফকলের চার শ্রমিক আহত হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান।

নিহত রাসেল খান জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর ছোট ভাই। আহতরা হলেন প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী (৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)। তাঁরা সবাই বাউফল উপজেলার বাসিন্দা।

আহত শ্রমিকেরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনার কিছুটা আগে বরফকলের মেশিনে ত্রুটি দেখা দেয়। এটা সমাধান করে আইস তৈরির মেশিন চালু করলেই বিকট শব্দ হয়।

এরপরই গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা দৌড়ে বাইরে চলে এলেও বরফকলের সহকারী পরিচালক রাসেল ওই রুমে আটকা পড়েন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার কারণে তাঁদের উদ্ধারকাজ কিছুটা বিলম্ব হয়।

প্রায় আধা ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের দশমিনা টিম যুক্ত হয়ে রাসেল খানকে উদ্ধার করে। অপর চার শ্রমিক আগেই বের হয়ে আসতে পারলেও আহত হন।

রাসেল খানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান বলেন, ‘এটা এমন একধরনের গ্যাস, যা হাওয়ায় ছড়িয়ে পড়লে খুব উত্তপ্ত হয় এবং পরে একদম শীতল হয়ে যায় পুরো স্থান।

বরফ উৎপাদন যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বরফকলের সঙ্গে সংযুক্ত গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়নি।

সিলিন্ডারের সাপ্লাই স্থানে লিকেজ হয়ে ফেটে গেছে, ফেটে যাওয়ার ফলে বিকট শব্দ হয়। আমরা ঘটনাস্থল তদন্ত করে প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছি। নিহত ব্যক্তি হয়তো সিলিন্ডারের বেশি কাছে ছিলেন, তাই গ্যাসের প্রচণ্ড তাপে তিনি দগ্ধ হন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!