ভোলার লালমোহনে রবিদাস সম্প্রদায়ের অর্ধশত নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে পৌরশহরের লাঙ্গলখালী এলাকায় ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে এসব শাড়ি ও লুঙ্গি তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার। বাংলাদেশ রবিদাস ফোরাম লালমোহন উপজেলা শাখার আয়োজনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ রবিদাস ফোরাম লালমোহন উপজেলা শাখার উপদেষ্টা শান্তি চরণ, চন্দ্র কুমার, সভাপতি ধীরেন চন্দ্র এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্রসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।