1. admin@dipkanthonews24.com : admin :
মনপুরার মেঘনায় ইলিশ ধরতে জেলেরা প্রস্তুত - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন

মনপুরার মেঘনায় ইলিশ ধরতে জেলেরা প্রস্তুত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩৫ বার পঠিত

মনপুরার মেঘনায় মার্চ-এপ্রিল ২ মাস অবলোধ শেষে জেলরা মেঘনায় ইলিশ মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছেন। উপজেলার ২০ সহ¯্রাধিক জেলেরা মেঘনায় ইলিশ ধরার অপেক্ষার অবসান হচ্ছে আজ ১ লা মে। দীর্ঘ ২ মাস পর আবার পুরোদ্যমে মাছ ধরার আনন্দে তাদের মাঝে ভিন্ন একটা আমেজ বিরাজ করছে। এতদিন তারা জাল বুনে, নৌকা বা ট্রলার মেরামতের কাজে সময় পার করছেন।

মা ইলিশ রক্ষায় সরকার প্রজনন মৌসুম শুরুর আগ থেকে অভায়¤্রমগুলোতে মাছ শিকার, আহরন, বাজারজাত করন বিক্রি পরিবহন নিষিদ্ধ করছে। জেলেদের একমাত্র পেশা মাছ শিকার করে জিবিকা নির্বাহ করা। জেলে পরিবারের সদস্যরা এতদিন তাকিয়ে ছিলেন কখন মেঘনায় ইলিশ ধরবে সেই জন্য।

সরজমিনে হাজির হাট ইউনিয়নের বিভিন্ন মৎস্যঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা মেঘনায় ইলিশ মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেক জেলে ইতিমধ্যে নৌকা বা ট্রলার মেরামত করছেন। আবার অনেক জেলে নৌকা বা ট্রলারে জাল ভর্তি করে মেঘনায় মাছ ধরার জন্য অপেক্ষা করছেন। আড়তদার তাদের ব্যাবসা প্রতিষ্ঠান ঠিকঠাক করছেন। সবাই ব্যাস্ত সময় পার করছেন।

হাজির হাট ইউনিয়নের চরযতিন ও সোনারচর গ্রামের মাঈনুদ্দিন মাঝি নেজু মাঝি জানান, আমরা মেঘনায় ইলিশ মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছি। আড়তদার হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার ও আড়তদার মোঃ গিয়াসউদ্দিন আজম বলেন, মেঘনায় ইলিশ মাছ ধরার জন্য আমরা দাদন দিয়েছি যাতে জেলেরা মৌসুমের শুরুতেই ইলিশ মাছ ধরতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন