1. admin@dipkanthonews24.com : admin :
বিসিসি নির্বাচন । ৬ মেয়র প্রার্থীসহ ১৩৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ - দ্বীপকন্ঠ নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন

বিসিসি নির্বাচন । ৬ মেয়র প্রার্থীসহ ১৩৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৫ বার পঠিত

 

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ এ পর্যন্ত ১৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

তিনি জানান, এখন পর্যন্ত মেয়র পদে মোট ৬ জন প্রার্থী, কাউন্সিলর সাধারণ পদে ১০৫ জন এবং সংরক্ষিত আসনে ২৪ জন মনোনয়ন কিনেছেন।

৬ মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি মনোনীত ইকবাল হোসেন তাপস, আওয়ামীলীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সৈয়দ ফয়জুল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া স্বতন্ত্র সৈয়দ ইসাহাক, আলী হাওলাদার ও লুৎফর কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে। বাছাই ১৮ মে। ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১২ জুন ভোটগ্রহণের দিন নির্ধারিত।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন