মুসফিক হাওলাদার, লালমোহন
ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪মে) সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বগির চর ১নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় – লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বগিরচর ১নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে বৃহস্পতিবার সকালে হানিফের স্ত্রী তাছলিমা বেগম তার ভাসুরের পরিত্যক্ত ঘরের ভিটার গায়গায় ধান শুকানোর জন্য ঝাড়ু দিতে ও লেপতে গেলে পাশ্ববর্তী মৃত শামসুল হক চকিদারে ছেলে হারুন কলা গাছ নিয়ে এসে এখানে রোপন করতে চাচ্ছেন তখন আমি বলি ভাইয়া এখানে আমার ধান শুকাবো আপনি কেন গাছ লাগাবেন পরে তার সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার হাত থেকে ঝাড়ু নিয়ে আমাকে এলোপাতাড়ি পিটাতে থাকে আমার ডাক চিৎকার শুনে আমার মেয়ে এগিয়ে আসলে আমার মেয়েকে ও ঝাড়ু দিয়ে পিটিয়ে জখম করে। পরে বাড়ির লোকজন আমাদের ডাকচিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত তাছলিমা ও তার মেয়ে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারক দাবি করেন। অভিযুক্ত হারুনের কাছে মুঠোফোনে কল করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।