উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষন ইনস্টিটিউট (এ্ইচ.এস.টিটি আই) বরিশাল প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় শিক্ষক প্রশিক্ষন ইনস্টিটিউট (এ্ইচ.এস.টিটি আই) হল রুমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬২তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্নকর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন এইচএসটিটিআই পরিচালক(ভারপ্রাপ্ত)প্রফেসর সুশীল বরণ হাওলাদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-পরিচালক ও কোর্স সমন্বয়ক এটিএম মজিবুল হক, উপ-পরিচালক এনামুল হক ও স্বপন কুমার হাওলাদার,সহকারী পরিচালক হোস্টেল সুপার মোঃ বাহাউদ্দিন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মির্জাগঞ্জ দেলোয়ার হোসেন ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সাইফুজ্জামান ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক ইতি বারৈই।
এই সময় ৯৭তম ব্যাচের বিষয়ভিত্তিক পেশাগত উন্নয়ন বিষয় প্রশিক্ষন কোর্সের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।