পটুয়াখালীর বাউফল পৌর শহরের হাসপাতালের সামনে সেবা ক্লিনিক কে সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রসাশন।
মঙ্গলবার দুপুর ১ টা মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহি মেজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ বাজিদুর রহমান ও ওষুধ প্রসাশনের ঘন্টা বেপি আভিযান পরিচালনা করে সঠিক কোন কাগজ পএদি না পাওয়ায় ও অপারেশন থিয়েটারের নোংরা পরিবেশ এবং নিয়ম অনুযায়ী জন্তপাতি না থাকা সহ অস্বাস্থকর পরিবেশে ক্লিনিক পরিচালনা করা জন্য সিলগালা করে দিয়েছেন।
একাদিক অভিযোগ ও গত রবিবার রাতে কালাইয়া ইউপির ৭ নং ওয়াডের মোঃ বাহাদুর বয়াতির স্ত্রী আঁখিনুর ভুল সিজারিয়ান অপারেশনে মৃত্যু হওয়া নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সিলগালা করে দিয়েছে।