ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী, শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের এর ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। শেখ হাসিনার নের্তৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার সকালে ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুরটেক এলাকার আব্দুল জব্বার মৃধা বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় শ্রমিক লীগ ধলীগৌরনগর ইউনিয়ন উত্তর শাখার সহ-সভাপতি মো. মোস্তফা মৃধার সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, ভোলা জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান হেদায়াতুল ইসলাম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।