মোঃ আলমগীর হোসেন, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় সিআইপিআরবি এর উদ্যোগে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সামাজিক ময়নাতদন্ত (সোশ্যাল অটোপসি) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনিতে এ ডুবে মৃত্যু প্রতিরোধে সামাজিক ময়নাতদন্ত (সোশ্যাল অটোপসি) অনুষ্ঠিত হয়।
গত ১২ মে-২০২৩ তারিখে (শুক্রবার) একই পরিবারের ৩ জন ভাই বোন পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে সামাজিক ময়নাতদন্ত (সোশ্যাল অটোপসি) আয়োজন করা হয়। ভাসা প্রকল্প বরিশাল বিভাগের ফিল্ড টিম ম্যানেজার মোহাম্মদ মোতাহের হোসাইন’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা ও টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান সুজন।
এ সময় সাংবাদিক, ইউপি সদস্য, সংশ্লিষ্ঠ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন সিআইপিআরবি “ভাসা” প্রকল্পের প্রধান অফিসের ইন্টাভেশন ম্যানেজার, আবুল বরাকাত এবং ফিল্ড অফিসের কর্মকর্তা বৃন্দ।
সভায় পানিতে ডুবে যাওয়া শিশুদের অভিভাবকদের কাছ থেকে ঐ দিনের সম্পুর্ণ ঘটনার বিস্তারিত জানা হয়। এর মাধ্যমে এলাকার অন্যান্য অভিভাবকদের এই বিষয়ে সচেতন করা হয় যাতে পরবর্তীতে এই রকম মর্মান্তিক ঘটনা না ঘটে। পরে সকলের উপস্থিতে শিশুদের স্মরণে দোয়া এবং ৩টি ফল গাছ রোপন করা হয়।