মোঃ ছানাউল্লাহ,বরগুনা
বরগুনায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন হয়েছে । এ উপলক্ষে র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।
আজ রোববার (২৮ মে) সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
র্যালি শেষে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়েরর সুবর্ন জয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান করা হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, চিত্ত রঞ্জন শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। উক্ত সভার সভাপতি হাবিবুর রহমান এর আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।