বাবু হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এখনো এ মামলার চার্জশিট আদালতে দাখিল করেনি৷ মামলার চার্জশিট দাখিল করার আগেই ভোলা প্রকাশ ফেসবুক পেজ থেকে এ ঘটনায় সরাসরি অংশ নেয়া আসামিদের শনাক্ত করেছে কিভাবে? নিশ্চয়ই এটি উদ্দেশ্য প্রণোদিত। গণমাধ্যমের নীতিমালা ও গঠিত আইনে এসব পরিপন্থী। এমতাবস্থায় ‘ভোলা প্রকাশ’ ফেসবুক পেজ থেকে একের পর মিথ্যাচার প্রকাশ করা হচ্ছে। আমরা শ্যামপুরবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ, স্থানীয় প্রভাবশালী জনৈক একটি গ্রুপের প্রলোভনে ভোলা প্রকাশ এসব মিথ্যে ও বানোয়াট তথ্য প্রকাশ করছে। যা দেশের প্রচরিত আইনে অপরাধ। ঘটনার দিন উল্লেখিত আলাউদ্দিন হাওলাদার, শফিকুল ইসলাম, কালাম সিকদার এবং নিজাম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল না। বাবু হত্যার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। যা আদালতের বিচারিক কার্যে প্রমাণিত হবে।