ভোলার বোরহানউদ্দিন পৌর ৭ নং ওয়ার্ডের খেওয়াঘাট সড়কে ট্রাক্টরের ধাক্কায় তাহরিন (১১) ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইটবোঝাই একটি ট্রাক খেওয়াঘাট থেকে বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে বাইসাইকেলযোগে আসা স্কুল ছাত্রকে ধাক্কা দেয়। এ সময় ওই স্কুল ছাত্রকে বোরহানউদ্দিন হাসপাতালে আনেন স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্কুল ছাত্র পৌর ৭ নং ওয়ার্ডের বাঁদল খলিফার ছেলে। ট্রাক্টর চালক ছিলেন চরআলগী গ্রামের ৬ নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে শাকিব (২১)। এরিপোর্ট লেখা পর্যন্ত স্কুল ছাত্রের মরদেহ বোরহানউদ্দিন হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে।