জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন ভোলা জেলার লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হোসনে আরা নাহার। শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন । শিক্ষকতায় কৃতিত্বপূর্ণ সফলতার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কয়েকবার থাইল্যান্ড সহ বিভিন্ন রাষ্ট্র সফরের সুযোগ পেয়েছেন এই শিক্ষিকা।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় লালমোহন মাধ্যমিক শিক্ষক সমিতি, লালমোহন রিপোর্টার্স ইউনিটিসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।