পটুয়াখালীর বাউফলে ৭ শতাধিক অসহায় দুস্থ্যদের মাঝে কোস্টগার্ডের ম্যাডিকেল ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৬ জুন) সকাল ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোনের বিসিজি বেইস ভোলা’র ব্যাবস্থাপনায় পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকার উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে ওই ক্যাম্পেইনে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান ও জনসচেতনতা সভা করা হয়। গাইনী বিশেষজ্ঞ বিসিজি বেইস ভোলা সার্জন লে: কমা: ইয়াসমিন আক্তার এএসসি (বিএন-১০১৩২৯) ও মেডিকেল অফিসার বিসিজি বেইস ভোলা সার্জন লে: মো. জাহিদুল ইসলাম এএমসি (বিএন- ১০২৩১৪) দুস্থদের পরীক্ষা-নীরিক্ষাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। আগামিতেও অব্যহত থাকবে উল্লেখ করে ক্যম্পেইন শেষে স্টাফ অফিসার (অপারেশান্স) লে: হাসান মেহেদী সচেতনতা সভায় জানায়, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা, অবৈধ মৎস্য আহরণ, মাদকদ্রব্য পাচার, চোরাচালান ও মানব পাচার রোধসহ এ ধরণের কার্যক্রম কোস্ট গার্ডের প্রতি আস্থা ও সন্মান বৃদ্ধি করবে। সভায় কালাইয়া ইউপির চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, কলেজ শিক্ষক মো. হুমায়ুন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।