ভোলার লালমোহনে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
যায়যায়দিন পত্রিকা ১৭বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার সকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে লালমোহন ডাক বাংলো হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে ডাক বাংলো প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য ্র্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমবেত হয়।
যায়যায়দিন পত্রিকার লালমোহন প্রতিনিধি ও লালমোহন প্রেসক্লাবের সহসম্পাদক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক জসিম জনি, যুগ্ম সম্পাদক শাহীন আলম মাকসুদ, দপ্তর সম্পাদক সালাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক আরিফ তুষারসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।