গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়াধীন কালমা লালমোহন শাখার কেন্দ্র প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার ১১ জুন সকাল ১০ ঘটিকার সময় কালমা ইউনিয়ন ডাওরি বাজারের গ্রামীণ ব্যাংক শাখার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার উদ্যোগে কালমা শাখার সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক ভোলা যোনের যোনাল ম্যানেজার এসজিএম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন এরিয়া ম্যানেজার মো. কবির হোসেন। এসময় শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এবং সেকেন্ড ম্যনেজারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহোদয়ের উদ্যেগে এ বছর গ্রামীণ ব্যাংক ২০ কোটি গাছের চারা লাগানোর লক্ষ মাত্রা নির্ধারণ করেছেন।
তারই ধারাবাহিকতায় প্রধান অতিথি সম্মানিত কেন্দ্র প্রধান সদস্যদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।