1. admin@dipkanthonews24.com : admin :
তজুমদ্দিনে ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

তজুমদ্দিনে ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

দ্বীপকন্ঠ নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৬২ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিন উপজেলার ১০৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ল্যাপটপ শিক্ষকদের হাতে  তুলে দেন।
সোমবার (১২ জুন) সকালে তজুমদ্দিন উপজেলা আধুনিক অডিটোরিয়ামে ল্যাপটপ বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় এবং সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম অনুষ্ঠানটি সঞ্চালন করেন  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কলিমূল্লাহ মনু।
এসময় এমপি শাওন বলেন, প্রাথমিক শিক্ষাকে জাতীয় করন করে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ নাগরিক তৈরি করতে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্মার্ট নাগরিক তৈরি করে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট,পদ্মা সেতু,মেট্রোরেলসহ মেগা প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনা প্রমাণ করেছেন নিজস্ব অর্থায়নে দেশের উন্নয়ন সম্ভব।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ কিরন, উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!