গ্রামীণ ব্যাংক ভোলা যোনের লালমোহন এরিয়াতে সবুজ বনায়নে কাজ করছে। এ উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার বিভিন্ন শাখায় বৃক্ষের চারা বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় ১৫ জুন বৃহস্পতিবার সকালে একযোগে বদরপুর লালমোহন শাখা ও দেউলা বোরহান উদ্দিন শাখায় সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। চলতি বছর গ্রামীণ ব্যাংকের ২০ কোটি চারা লাগানোর অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়নের জন্য সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংক লালমোহন এরিয়ার এরিয়া ম্যানেজার এস,এম, কবির হোসন বলেন, সবুজ বনায়নে কাজ করছে গ্রামীণ ব্যাংক। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে ২০২৩ সালে সারাদেশে ২০ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধার করেছে গ্রামীণ ব্যাংক।
সদস্যদের মাঝে চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ভোলা জেলায় ৫০ লক্ষ গাছের চারা বিতরণ করা হবে। এরমধ্যে লালমোহন এরিয়াতে ৬ লক্ষ বৃক্ষের চারা বিতরণ করা হবে।
এসময় প্রোগ্রাম অফিসার সজল চন্দ্র দাস, বদরপুর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুস সাত্তার, সেকেন্ড ম্যানেজার আনিসুর রহমান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মোঃ সেকান্দার হাওলাদার, দেউলা শাখার শাখা ব্যবস্থাপক মোল্লা মামুন, সেকেন্ড ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু মুছা মজম, শাহে আলম মজমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন । উল্লেখ্য এর আগে গত ১১ জুন কালমা লালমোহন, শম্ভুপুর তজুমদ্দিন, ১২ জুন রমাগঞ্জ লালমোহন, ১৩ জুন চরভুতা লালমোহন, ধলীগৌর নগর লালমোহন, ১৪ জুন লালমোহন ও ফরাজগঞ্জ লালমোহন শাখায় গাছের চারা বিতরণ করা হয়েছে।