1. admin@dipkanthonews24.com : admin :
বাউফলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

বাউফলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৮৯ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের ব্যবসায়ী গোপাল চন্দ্র দাস  (৬১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে কালাইয়া সদর রোডের ভাড়াটিয়া বাসার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থয় তার লাশ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসায়ী গোপাল দাসের স্ত্রী ও দুই ছেলে রয়েছে। বড় ছেলে বরিশাল পড়াশোনা করছে এবং ছোট ছেলে ঢাকায় একটি সেলুনে কাজ করছে।  শনিবার দুপুরে গোপাল দাসের স্ত্রী লক্ষী রানী ঘরের কাজ সেরে আম নিয়ে বৃদ্ধ বাবা-মাকে দেখতে পার্শ্ববর্তী দশমিনা উপজেলার আমতলা গ্রামে যান। কিছুক্ষণ পর বড় ছেলে সৌরভও বাবাকে ঘরে রেখে বাইরে যায়। দুপুর একটার দিকে বড় ছেলে ঘরে এসে তার বাবাকে আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করে। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!