একাদশ জাতীয় সংসদের “পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১ তম বৈঠক জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত ১নং স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বৈঠকে স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি ঠাকুরগাঁও-১ এর সভাপতিত্বে সিলেট, ব্রাক্ষনবাড়িয়া, লালমনিরহাট ও ভোলা জেলার নদীর ভাঙ্গন প্রতিরোধে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, ২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় বাজেটে জরুরী জনগুরুপূর্ণ প্রকল্পসমূহ বাস্তবায়নের জন্য প্রকল্পের প্রাক্কলন তৈরী পূর্বক প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সময়ে স্থায়ী কমিটির সদস্যদের পরিদর্শনকৃত প্রকল্পের প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বরিশাল-৫, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি শরীয়তপুর-২, নূরুন্নবী চৌধুরী শাওন এমপি ভোলা -৩, সালমা চৌধুরী মহিলা আসন-৩৪ সহ মন্ত্রনালয়ের সচিব, পানি সম্পদ মহাপরিচালক ও সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।