মাহমুদুর রহমান ,পাথরঘাটা
বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ৭১ টিভি ও মানবজমিনের বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পাথরঘাটা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
আজ সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১১ টায় পাথরঘাটা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচন্ড বৃষ্টিতে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ সুশীল সমাজের নেতারা অংশ নেন। পরে পাথরঘাটা প্রেসক্লাবে পৃথক প্রতিবাদ সভা করা হয়েছে।
এ সময় বক্তব্য দেন- পাথরঘাটা প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুক, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, নজমুল হক সেলিম, শফিকুল ইসলাম খোকন, তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দিন দিন সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে যতবড় প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেন তাদের সর্বোচ্চ বিচার এবং শাস্তির দাবি জানাচ্ছি। এই বর্বরোচিত ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে আমরা সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে আসবে এমন আশঙ্কা প্রকাশ করে সাংবাদিকরা বলেন, আসামিরা তো গ্রেফতার হলো। পিছনের অভিজ্ঞতা দিয়ে মনে হচ্ছে এই প্রভাবশালী আসামিরাও আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে আসবে। আমরা চাই দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।