জাহিদ দুলাল
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী, দারবীর পরহেজগার ও আলেম সমাজের প্রিয় ব্যক্তি মরহুম আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার জোহরবাদ লালমোহন-তজুমদ্দিন উপজেলার প্রতিটি ইউনিয়নের উল্লেখযোগ্য পাঁচটি মসজিদে বাদ জোহর ও আসরবাদ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ড হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে সংলগ্ন জান্নাতুল মাওয়া জামে মসজিদে জোহরবাদ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।দোয়া মোনাজাতে ভোলা জেলার বিভিন্ন আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।মিলাদ ও দোয়া মোনাজাত শেষে এতিমখানা কমপ্লেক্সে উপস্থিত মুসল্লী ও এতিমখানার ছাত্রদেরকে দুপুরের খাবারের আয়োজন করা হয়।