মোঃ সানাউল্লাহ, বরগুনা
বরগুনায় আলোচনা সভা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসবএফ’র) প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বরগুনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিরাজ এর সভাপতিত্বে ১৫ জুলাই বরগুনা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জিব দাস বক্তব্য রাখেন। তিনি বলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের অধিকার মর্যাদা আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা। তিনি আরও বলেন, ভেদাভেদ ভুলে নিজেদের অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএমএসএফ এর সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, জহিরুল হাসান বাদশা, জেলা প্রিন্ট মিডিয়া ফোরাম এর সাধারন সম্পাদক রেজাউল ইসলাম টিটু, বরগুনা জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সেলিনা আক্তার, জাগো নারী এর নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলী, জিটিভির জেলার প্রতিনিধি মোঃ সানাউল্লাহ, এখন টেলিভিশন এর বরগুনা প্রতিনিধি জিয়াদ মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মহিউদ্দিন অপু, বাংলা নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদী, ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি কাশেম হাওলাদার, ফটো এন্ড ভিডিও জার্নালিস্ট ফোরাম এর দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম মুরাদ প্রমুখ।