1. admin@dipkanthonews24.com : admin :
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসা - দ্বীপকন্ঠ নিউজ ২৪
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসা

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১১৬ বার পঠিত

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল

পটুয়াখালীর বাউফল উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে গত ১ বছর ধরে চলছে বিনামূল্যে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা। উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের বর্হিবিভাগে ভিশন সেন্টার নামে একটি আত্যাধুনিক চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে। যেখানে শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত চক্ষু চিকিৎসা সেবা প্রধান করা হয়। এর দায়িত্বে রয়েছেন ২ জন প্রশিখনপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স। বর্তমানে এখান থেকে প্রতিদিন ১০ থেকে ১৫ জন রোগী সেবা নিচ্ছেন। রোগীদের ফ্রি ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জাম বিনামূল্যে দেয়া হয়। উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবার মধ্যে রয়েছে, চোখের দৃষ্টি পরিক্ষা করে চশমা প্রদান,গ্লুকোমা রোগ,ডায়াবেটিস জনিত চক্ষু রোগ, রেটিনার রোগ সমুহ, চোখের আঘাত জনিত সমস্যা, চোখের কর্নিয়া রোগ এবং নেএনালির রোগ সহ ভিবিন্ন ধরনের চক্ষু চিকিৎসা।

বাউফল উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সর সিনিয়র স্টাফ নার্স মোসাঃনাছরিন আখতার বলেন রোগীরা চোখের ভিবিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। পরে তাদের সমস্যা শুনে ও পরীক্ষা করে ওয়ান লাইনের মাধ্যমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে সমস্ত কাগজ পএ দেখে প্রেশক্রিসন লিখে আবার আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা সেই প্রেশক্রিসন অনুযায়ী এখান থেকে ওষুধ ও ভিবিন্ন সরঞ্জাম প্রধান রোগীদের বিনামূল্যে প্রধান করা হয় । এছাড়া জটিল কোন রোগীদের আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি শুধু মাএ যাতায়াতের গাড়ি ভাড়া দিয়ে গেলেই উন্নত চিকিৎসার সমস্ত খরচ বিনামূল্যে দেয়া হয়।

এ ব্যাপারে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতা ডাঃ প্রসান্ত কুমার শাহা বলেন এক সময়ে উপজেলা পর্যায়ে চোখের কোন চিকিৎসার ব্যাবস্থা ছিল না। গত ১ বছর দরে দেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত চক্ষু চিকিৎসার জন্য কমিউনিটি ভিশন সেন্টার চালু করা হয়েছে। এতে করে গ্রাম গঞ্জের হতদরিদ্র সহ সকল জনগণ বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা ও ওষুধ এবং সরঞ্জাম পাচ্ছেন। ###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!