ভোলার লালমোহনে ঘরের পাশের ডোবায় ডুবে মো. তাহসিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ধলীগৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু তাহসিন ওই এলাকার মো. নিরব হোসেনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ঘরে রান্নার কাজ করছিলেন শিশু তাহসিনের মা। এ সময় বাড়ির উঠানে খেলছিল শিশুটি। তবে কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে শিশু তাহসিনকে না দেখে খুঁজতে শুরু করেন তার মা সুরমা বেগম। এক পর্যায়ে ঘরের পাশের ডোবায় শিশুকে ভাসতে দেখে চিৎকার দেন তার মা সুরমা। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে শিশু তাহসিনকে ডোবা থেকে উদ্ধার করেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ওই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।