ভোলার চরফ্যাশনে ওমরপুর ইউনিয়ন থেকে ৪ জুয়াড়ি আটক করে তাদের সবাইকে আজ ভোলা জেলহাজতে পাঠানো হয়েছে। জুয়াড়িরা তারা হলেন- আলীগাও গ্রামের মুত: শাহেদ আলমের ছেলে মো. সাকিল(২৫), আবদুস সালামের ছেলে আলী আকবর (২৬), জয়নাল আবেদনের ছেলে নুরে আলম(৪০), শাহ আলমের ছেলে রায়হান।
গোপন সংবাদের ভিত্তিতে ওমরপুর ইউনিয়নে আলী গাও গ্রামের ৪নং ওয়ার্ডে একটি মাছের খামারের টিনসেড ঘরে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করা হয়। নগদ টাকা ও তালসহ অন্যন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, এরা সবাই এলাকার পেশাদার তাস জুয়া খেলোয়ার। তাদের প্রতি এলাকার মানুষ অতিষ্ঠ।