1. admin@dipkanthonews24.com : admin :
লালমোহনে মানসিক ভারসম্যহীন যুবকের আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ ২৪
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন

লালমোহনে মানসিক ভারসম্যহীন যুবকের আত্মহত্যা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪২ বার পঠিত

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে গলায় ফাঁস দিয়ে হুমায়ুন কবির নামে ৪৫ বছরের এক মানসিক ভারসম্যহীন যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত যুবক ওই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে। যুবক হুমায়ুনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, হুমায়ুন কবির বিগত প্রায় ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। যার জন্য স্ত্রীর থেকে আলাদা ঘরে থাকতেন তিনি। সকাল ৮ টায়ও ঘরের দরজা বন্ধ দেখে হুমায়ুনের স্ত্রী নার্গিস বেগম ঘরের টিনের ফাঁকা দিয়ে ভিতরে তাকিয়ে তার স্বামীকে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন।

এ বিষয়ে লালমোহন থানার এসআই আউওয়াল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন
error: Content is protected !!