ভোলার লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন ও তার সহধর্মীনি রিনা সুলতানা অসুস্থতার কারনে বর্তমানে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলুর সিএসমি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় শুক্রবার জুমাবাদ লালমোহন পৌরসভার বিভিন্ন সমজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য গত ৪ জুলাই পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন ও তার সহধর্মীনি রিনা সুলতানা অসুস্থ হয়ে ভারতে চিকিৎসার জন্য যায়। তারিখ বর্তমানে তারা তামিলনাড়ু রাজ্যের ভেলুর সিএসমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আগামী ২৬ জুলাই রিনা সুলতানার কোমড় অপারেশন কর হবে এবং মেয়র এমদাদুল ইসলাম তুহিন নিউরোলজী ডাক্তারের কাছে পূর্বের অপারেশনের চেকআপ করবেন। তাদের দুজনের সুস্থতা কামনায় মেয়র লালমোহন পৌরসভার সকলের কাছে দোয়া চেয়েছেন।